ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৭১০ টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেফতাররা হলেন- মো. আল আমিন বেপারী (২৫), মো. সায়াদ হাসান শুভ (২৪), রত্মা আক্তার (২৭), সুলতানা আক্তার (২৮) ও মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ (২৫)।
রোববার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ ডিসেম্বর) র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা মূল্যের এক হাজার ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. আল আমিন বেপারী, মো. সায়াদ হাসান শুভ, রত্মা আক্তার ও সুলতানা আক্তার নামের চার মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া অপর এক অভিযানের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকায় অপর এক অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের এক হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব-১০।