পাকিস্তানের আশা বেঁচে আছে বাংলাদেশের ম্যাচে

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

টানা দুই জয়ের পরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। এক পা দিয়ে রেখেছে বলতে হচ্ছে, কারণ এখনই ভারতকে সেমিফাইনালে বলা যাচ্ছে না। আবার পাকিস্তান প্রথম দুই ম্যাচে হারের পর তাদেরকেও বিদায় বলা সম্ভব না। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছে মোহাম্মদ রিজওয়ানের দল।

গ্রুপ ‘এ’-তে চার দলের সব সমীকরণই নির্ভর করছে সোমবার বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের উপর। এই ম্যাচে বাংলাদেশ জিতলে চার দলের জন্যই সেমিফাইনালের লড়াই থাকবে উন্মুক্ত। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাতে পারলে ২৭ তারিখ দেখা যাবে আরেক বড় ম্যাচ। আর কিউইরা জিতলে সব উত্তেজনা শেষ।

এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না শান্তদের সামনে। পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকছে তাদের।

সেক্ষেত্রে পাকিস্তানের লক্ষ্য থাকবে ২৭ তারিখ বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর। এরপর নিউজিল্যান্ডকে ভারত হারালেই তিন দলের পয়েন্ট হবে সমান ২। রানরেটের হিসেবে পাকিস্তান তখন যেতে পারে সেমিতে।

অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ জিতে এবং ভারতকে যদি শেষ নিউজিল্যান্ড হারায় তাহলে তৈরি হবে আরেক জটিল সমীকরণ। তখন বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড– তিন দলের পয়েন্ট হবে ৪। নিট রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে সেমি-ফাইনালে।