
ডেস্ক রিপোর্ট:
পাকিস্তানের ইসলামাবাদে এবার পুলিশের দুইজন কর্মকর্তাকে জিম্মি করেছে মাদক কারবারিরা। ইসলামাবাদের ফুলগ্রানের উথাল গ্রামে বুধবার (১২ মার্চ) ঘটেছে এই ঘটনা। খবর জিও নিউজের।
তবে ইতোমধ্যে পুলিশের ওই দুইজন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে দেশটির ফেডারেল পুলিশ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজনকারীদের হামলার কারণে দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সন্দেহভাজনকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই এলাকায় প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর পাল্টাপাল্টি গুলির সময় দুইজন পুলিশের কর্মকর্তাকে জিম্মি করে মাদক কারবারিরা। এ ছাড়া গোলাগুলির সময় একজন বেসামরিক লোক আহত হয়েছে।
এরপর জিম্মি দুই পুলিশকে উদ্ধার করতে ওই গ্রামে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। তবে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং অনেকে পুলিশের দিকে গুলিও ছুড়ে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদের বিভিন্ন থানা থেকে আরও পুলিশ আনা হয়।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শেষমেশ দুইজন পুলিশের কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা সন্দেহভাজনকারীদের কাছ থেকে ১১টি পিস্তল উদ্ধার করেছে। সেইসঙ্গে মাদক কারবারিদের কাছ থেকে দুই হাজার ২৭৫ গ্রাম হেরোইন এবং সাত হাজার ২৩০ গ্রাম হাশিশ জব্দ করেছে।