বিনোদন ডেস্ক:
বিদায় নিতে যাচ্ছে ইংরেজি বছর ২০২৪। নতুন বছরকে স্বাগত জানাতে সবার অপেক্ষা থাকে। তবে ৩১ ডিসেম্বরের রাতটির জন্য আতঙ্কের মাঝেও কাটান অনেকে। বিশেষ করে দেখা যায় এই এক রাতেই শ্রবণজনিত সমস্যা থেকে শুরু করে মানসিক ব্যধিরও শিকার হয় অনেক শিশুরা।
শুধু তাই নয়, এমনও হয়েছে, বছরের শুরুর দিনে রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অসংখ্য পাখির নিথর দেহ!
বিষয়টি নিয়ে সরকার থেকে শুরু করে বহু সামাজিক কিংবা প্রাণী কল্যাণ সংগঠনগুলো সচেতনতার বার্তা দিচ্ছে। নিজ উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আতশবাজি-ফানুস তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরতে দেখা গেল অভিনেত্রী জয়া আহসানকে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস পোস্ট দিয়েছেন জয়া। সেখানে উঠে আসে- নতুন বছর বরণকে কেন্দ্র করে প্রাণিহত্যার দিকটি। সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হত্যার দায় নিজেদের বলেও সতর্ক করেন এ অভিনেত্রী।