জেলা প্রতিনিধি,মানিকগঞ্জঃ
ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে পাটুরিয়া ফেরি ঘাটে। লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে পদ্মা ও যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছেন লোকজন। সরকারি অফিস আদালত খোলায় ঢাকাগামী কর্মজীবী মানুষের চাপ বেড়েছে আজ সোমবার।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা লঞ্চ ও ফেরিতে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসছেন। সোমবার পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে আসছেন। অনেকে বাসে উঠতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা ঘাটেই বসে আছেন।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, রোববার যাত্রীদের চাপ তেমন দেখা না গেলেও সোমবার সকাল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের পাটুরিয়া ঘাটে উপচেপড়া ভিড় পড়েছে। এ নৌ-রুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী, প্রাইভেটকার ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, কর্মজীবী মানুষজন ঢাকায় ফিরছেন। মঙ্গলবারও যাত্রীদের চাপ থাকতে পারে।