পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা শিশুদের নির্মল শৈশব কেড়ে নিচ্ছে : জাকির
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা শিশুদের নির্মল শৈশব কেড়ে নিচ্ছে। ফলে শৈশবের আনন্দ বঞ্চিত শিশুদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না।
আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে আন্ত: পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করছে সেখানে স্কুল ভীতির পরিবর্তে শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করবে। প্রতিটি স্কুল হবে আনন্দের রঙিন ফুল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এসএম আনসারুজ্জামান।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।