শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে গারো পাহাড়ের গোপ থেকে গভীর গর্ত করে সাদা বালু উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। হাবিবুর রহমান হাবি নামে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের পাশে বুরুঙ্গা কালাপানি এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এ ছাড়া উপজেলার পোড়াগাঁও ও নয়াবিল ইউনিয়নের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার যন্ত্রসহ ৩০-৪০টি পাইপ ভেঙে দেওয়া হয়।
জানা গেছে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে ও নিষেধাজ্ঞা অমান্য করে সাদা বালু উত্তোলন করছিলেন এলাকার বালু ব্যবসায়ী হাবিবুর রহমান। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় তাঁকে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ীর ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে সাদা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।