পিএসসির সামনে অনশনে জুনিয়র ইনস্ট্রাক্টর ফলপ্রত্যাশীরা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
এবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলনে নামলেন জুনিয়র ইনস্ট্রাক্টর ফলপ্রত্যাশীরা। রোববার সকাল ৯টা থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
জুনিয়র ইন্সট্রাক্টর ফলাফল প্রত্যাশীদের সমন্বয়ক ইমরান হোসেন জানান, সরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুলে শিক্ষক সংকট চলছে। সারা দেশে কারিগরি শিক্ষা মাত্র ১৮ শতাংশ শিক্ষক দ্বারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
তিনি বলেন, শিক্ষক সংকট নিরসনে পিএসসির অধীনে ২০২১ সালের অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর আমাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নেওয়া হয়েছে। আমরা দাবি- আজকের মধ্যে ফলাফল প্রকাশ করা হোক।