পিকআপ চালক হত্যায় একজন রিমান্ডে, দুইজনের দায় স্বীকার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগে পিকআপ চালক আসাদুল হত্যা মামলায় মো. কাউছারের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অনিক হাসান ও সজল মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার (২৩ জুন) তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি মো. কাউছারকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মধু সুদন মজুমদার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া বাকি দুই আসামি অনিক হাসান ও সজল মিয়া আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, বাদীর ছেলে আসাদুল ইসলাম (২৭) পিকআপ গাড়ির ড্রাইভার ছিলেন। গত ১৩ জুন গাড়ি চালানো শেষ করে রাত ১১ টার দিকে হাজারীবাগ থানাধীন আরএস পাম্পের পূর্বদিকে সাবিনা ট্যানারির উত্তর পাশে খালপাড় দিয়ে বাসায় যাওয়ার সময় অজ্ঞাতনামা আসামি ধারালো ছুরি দিয়ে আসাদুলের বুকে আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে তার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুন আসাদুল মারা যান। এ ঘটনায় ১৯ জুন আসাদুলের বাবা মোন্নাফ মিয়া বাদী হয়ে হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন।