নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
আজ সোমবার (১৩ নভেম্বর) বেলা ৩টায় জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে যান তিনি। পরে বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু লিখিত একটা চিঠি আমাদের পার্টির চেয়ারম্যানকে দেওয়ার জন্য এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি জানিয়েছেন, একই চিঠি আওয়ামী লীগ এবং বিএনপিকেও দেওয়া হয়েছে। ওই চিঠিতে খুব সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে একটি ফ্রি-ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। তিনি যেহেতু আমাদের অতিথি, তার সঙ্গে আমাদের প্রায় ৪০ মিনিট কথা হয়েছে। আনঅফিসিয়াল মতবিনিময় হয়েছে।’