পিরোজপুরে নামজারিতে ঘুষ বেঁধে দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের নাজিরপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান’কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ বদলির আদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘জমির নামজারীর জন্য ঘুষ বেঁধে দিলেন এসিল্যান্ড, অডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী তহশিলদারদের নিয়ে গত জুলাইয়ে বৈঠক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
বৈঠকে তিনি ভূমি সহকারী তহশিলদারদের উদ্দেশে বলেন, ‘এখন আমাকে পরিষ্কার করে একটি বিষয় আপনাদের অবগত করতে হবে, আমি ইউএনও স্যারের চাপে আছি। ধরেন, আমার অফিস থেকে নামজারিতে অতিরিক্ত আদায় বন্ধ করা হলো। আপনারা পার কেইসে যে ডিল করেন। এটা আপনারা নিশ্চিত করবেন কীভাবে যে আপনারা টাকা নিচ্ছেন না? আপনাদের মতামত শুনি। আপনারা কী চান? কত করে নেওয়া হোক? খোলামেলা আলোচনা করেন, মতামত দেন সবাই এখানে উপস্থিত আছেন। যদি বলেন স্যার, আপনি যদি না করে দেন, তাহলে নিশ্চিত করব আমরা কোনো টাকা-পয়সার লেনদেন করব না। কিন্তু বাস্তবে এটা কখনো হবে না। আপনারা মাঠপর্যায়ে কাজ করেন। কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই মানে খরচা আছে এবং বিভিন্ন ধরনের বিষয় আছে। যেটার কারণে এটা নিতে হচ্ছে বা নিচ্ছেন। এটা কমবেশি সবাই নিচ্ছে। কিন্তু এটা যে এই অফিসে দেওয়া হইতেছে বিধায় আপনারা এটাকে বড় আকারে একটা কিছু করবেন, এই ধরনের অভিযোগ আসলে আমার জন্য বিব্রতকর। আমার প্রস্তাব হচ্ছে পার নামজারিতে আমার অফিসে ৪ হাজার করে দিবেন। আপনারা অফিসে দেড় হাজার করে রাখবেন।’
পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান ৩ সদসস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে এ বদলির আদেশ দেওয়া হয় বলে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাস বিষয়টি ইত্তেফাক সংবাদদাতাকে নিশ্চিত করেন।