পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে ১৫০০ কলাগাছ কর্তন

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:
পূর্বশত্রুতার জের ধরে জেলার ইন্দুরকানী উপজেলার লাহুরী গ্রামে এক কৃষকের কলাবাগানের দেড় হাজার কলাগাছ কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কৃষক নূরু মোহাম্মদ সিকদার তার প্রতিবেশী মৃধাবাড়ীর ১০/১২ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় এক অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৫ এপ্রিল) একজন এএসআই ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য প্রমাণে এ অপরাধের সত্যতা পেয়েছেন। কৃষক নূর মোহাম্মদ সিকদার অভিযোগ করেছেন, গত ৩ এপ্রিল রাতে আসামিরা ৪ লক্ষাধিক টাকার কলাগাছ কেটে ফেলে। এর আগে গাছের ডাব ও অন্যান্য গাছপালা কাটার ঘটনা ঘটেছে। এ নিয়ে পার্শ্ববর্তী শফিকুল মৃধা, মাইনুল মৃধা, রাজীব মৃধা প্রমুখের সঙ্গে কথা কাটাকাটি হলে আসামিরা তাদের হাতে থাকা দাও এবং লাঠিসোঁটা নিয়ে কলাবাগানের মালিকের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা ভয়ভীতি ও খুনের হুমকি প্রদান করে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন এ ব্যাপারে আরো জানান, তদন্তে ঘটনার সত্যতা যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কাজে নিয়োজিত এএসআই তানজির হোসেন জানান, নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে সঠিক প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রদান করা হবে।