পিলুর সুরে সামিনা চৌধুরী

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

বিনোদন ডেস্ক:

শাহবাজ খান পিলুর সুরে বহুদিন পর মিক্সড অ্যালবামের জন্য গান করেছেন সামিনা চৌধুরী। শিরোনাম ‘আর কোনো অনুতাপ নেই’। এর কথা লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ‘ঐশ্বর্য’ অ্যালবামের জন্য রেকর্ড করা এ গানটি প্রকাশ করা হয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

শিল্পী সামিনা চৌধুরীর কথায়, ‘‘পিলুর সুরে যেমন মেলোডি থাকে, তেমনি আছে নিজস্বয়তার ছাপ; যা অন্য সুরকারদের আয়োজন থেকে সহজেই আলাদা করা যায়। এটাই তাঁর কাজের বৈশিষ্ট্য, যার মাধ্যমে অসংখ্য শিল্পী ও সংগীতপ্রেমীর মনোযোগ করে নিতে পেরেছেন তিনি। এভাবে আসিফ ইকবাল তাঁর লেখা গীতিকথায়, কাব্যের ছোঁয়ায় মনের গহীনের কথাগুলো তুলে আনেন। ‘আর কোনো অনুতাপ নেই’ গানটিও তার ব্যতিক্রম নয়।’’
গায়কী-কথা-সুর-সংগীত সবকিছু মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন নন্দিত এই কণ্ঠশিল্পী। একইভাবে সামিনা চৌধুরীর এ গানটি নিয়ে আশা প্রকাশ করেছেন রেনেসাঁ ব্যান্ডের তারকা শিল্পী ও সুরকার শাহবাজ খান পিলু।

প্রসঙ্গত, একক গানের জোয়ারে অ্যালবাম যখন হারিয়ে যেতে বসেছে, ঠিক সেই সময়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন গীতিকবি আসিফ ইকবাল। মিক্সড অ্যালবাম প্রকাশের মধ্যে দিয়ে শ্রোতাদের সঙ্গে নতুন করে সংযোগ তৈরির করতে চাইছেন। সেই ভাবনা থেকে গত বছর ‘ঐশ্বর্য’ শিরোনামের মিক্সড অ্যালবামের আয়োজন শুরু করেন।
বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও আগুনের গাওয়া ৮টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি; যার বেশ কিছু গান এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এবার এলো সামিনা চৌধুরীর ‘আর কোনো অনুতাপ নেই’ গানটি।