পিস্তলসদৃশ বস্তুসহ ৪ তরুণ-তরুণী আটক, প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

রংপুর প্রতিনিধি:

রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন (বেরোবি) পার্কের মোড় এলাকা থেকে পিস্তলসদৃশ বস্তুসহ ৪ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন পার্কের মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি হলুদ রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ২১-২৮৮১) আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ভেতরে থাকা চার তরুণ-তরুণী আটক করা হয়। এ সময় তাদের তাদের সঙ্গে থাকা পিস্তলসদৃশ সফট এয়ার গান উদ্ধার করা হয়।

আটকরা হলেন নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ ও কলেজপাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন-উর রশিদ মেহেদি ও একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন, ‘পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি। একই সঙ্গে গ্রেফতার দুই তরুণ অন্য কোনও অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও জানতে হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

তবে সারা রাত থানায় আটক থাকলেও জিজ্ঞাসাবাদে তেমন কোনও তথ্য মেলেনি বলে জানায় থানার একটি সূত্র। মূলত ওই চার তরুণ-তরুণী পার্কের মোড়ে চা পান করতে গিয়েছিলেন বলে জানা যায়। তাদের কাছে উদ্ধার হওয়া পিস্তলটি আসল পিস্তল নয়, এটি মূলত সফট এয়ার গান।

সূত্রটি আরও জানায়, আটক তরুণীদের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় আপাতত তাদের ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হবে বলে।

এ ব্যাপারে সর্বশেষ অবস্থা জানতে ওসি শাহ আলম সর্দারের সঙ্গে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।