নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরানা পল্টনের একটি বহুতল ভবনে অগ্নিকাÐ সংঘটিত হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। গতকাল রোববার দুপুরে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেন, গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে পল্টন থানাধীন তোপখানা রোডের মেহেরবা প্লাজার ১৬ তলা ভবনের ১৫ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। পরে খবর পেয়ে পরে ৭টা ৩৬ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ধোঁয়ায় ওই ভবনে আটকে থাকা ২ জন পুরুষ ছাড়াও এক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অগ্নিকাÐের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো সম্ভব হবে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।