পুরান ঢাকায় ২০ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

সাইফুল ইসলাম:
রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকা থেকে পেশাদার দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. মিজানুর রহমান চিস্তী ওরফে লিটন ও মোছা. আসমা বেগম। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ।
তিনি বলেন, গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদে পুরান ঢাকার ওয়ারী থানার বনগ্রাম রোড এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো মতে বেডরুমের খাটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এডিসি মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য নিজেদের বাসায় রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে। ওই মামলায় আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।