পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদককারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুরহাট গ্রামের হাফিজুল ইসলাম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। রোববার ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬২০টি ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করে ভূরুঙ্গামারী থানা-পুলিশ।

আটকের পর, চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মধ্যস্থতায় ৩৫ হাজার টাকার বিনিময়ে হাফিজুলের স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পুলিশ টাকা নেওয়ার পর কাউকে ছেড়ে না দিয়ে স্বামী-স্ত্রী দুজনকেই পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কথা মতো পুলিশ হাফিজুলের স্ত্রীকে ছেড়ে না দিলে এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি থেকে ওই দম্পতিকে ছিনিয়ে নেন।

তবে পুলিশের দাবি, টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়ার চুক্তি বা টাকা লেনদেন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। অভিযানের পর মাদক কারবারি দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দারা গাড়ি আটক করে তাদের ছিনিয়ে নিয়েছেন।

সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মাসুদ রানা জানান, গতকালের অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ঘেরাও করে আসামিদের ছিনিয়ে নেন। অভিযানের ব্যর্থতার কারণে ভূরুঙ্গামারী থানার ছয় পুলিশ সদস্যকে গতকাল রাতেই প্রত্যাহার করা হয়েছে।