নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি এবং পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।