পুলিশ সদস্যকে কামড়ে পল্লবীতে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে বাপ্পী নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। বাশার নামে পল্লবী থানার এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পীকে ছিনিয়ে নেওয়া হয়।
সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে পল্লবী থানাধীন মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে এ ঘটনা ঘটে। লাপাত্তা বাপ্পীকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও পুলিশের ওপরে হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা পোস্টকে বলেন, আদালত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের এক আসামিকে ধরার নির্দেশনা আসার পর পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযানে যায়। মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে বাপ্পী নামের ওই মাদক কারবারিকে ধরতে গেলে বস্তির কয়েকজন বাধা দেন, পুলিশ সদস্যদের ওপরে হামলা করেন। বাশার নামে এক কনস্টেবলের হাতে কামড় দিয়ে জখম করা হয়। হ্যান্ডকাফসহ ওই ওয়ারেন্টভুক্ত আসামি এখন লাপাত্তা।

ওসি বলেন, পুলিশকে আহত করে ওয়ারেন্টভুক্ত আসামি হ্যান্ডকাফ নিয়ে পালানোর ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো উদ্ধার হয়নি হ্যান্ডকাফ, গ্রেপ্তার হয়নি পালিয়ে যাওয়া মাদক কারবারি বাপ্পি। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক বাপ্পীকে ধরতে অভিযান চলছে