ডেস্ক রিপোর্ট:
পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে করা ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। খবর এএফপির।
লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোনো সতর্কতা জারি করেনি।
মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক-হারমেল অঞ্চলে আজকের ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছে। এছাড়া ইউনিনে ৯ জন এবং বেদনায়েলে ৮ জন নিহত হয়েছেন।