নিজস্ব প্রতিবেদক:
পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে শ্রমিকদের ১৮ দফা দাবির সবগুলোই মেনে নিয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হয় গত ২৪ সেপ্টেম্বর। তবে সেই ১৮ দফা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা।
রোববার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ২০টি শ্রমিক সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড.মন্টু ঘোষ।
তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর ত্রিপক্ষীয় সভায় ১৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পরদিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে সব কারখানায় উৎপাদন কার্যক্রম চালু হয়। অত্যন্ত পরিতাপের বিষয় সেই ১৮ দফা বাস্তবায়ন হয়নি। দ্রুত ১৮ দফা বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর মালিকদের নেতৃত্বেরও পরিবর্তন হয়। ফলে একধরনের অস্থিরতা দেখা দেয়। শ্রমিকরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। তবে সেগুলোর পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সেকারণে বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলনে নামে। এসময় শ্রমিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিও জানান তিনি। কেউ যেন গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করতে না পারে সে ব্যাপারে সতর্ক হওয়ার কথাও বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ ট্রেক্সটাইলস গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাঈল, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়াকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আকতার প্রমুখ।