প্যারামাউন্ট সিরিজের তারকার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

বিনোদন ডেস্ক রিপোর্টঃ 

আবারও বিনোদন অঙ্গনে শোকের সংবাদ। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর প্যারামাউন্ট সিরিজ ‘১৯২৩’-এর তরুণ জনপ্রিয় তারকা ও আমেরিকান অভিনেতা কোল ব্রিংস প্লেন্টির মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।এ খবর প্রকাশ্যে আসতেই শোক জানাচ্ছেন তার ভক্তরা। মাত্র ২৭ বছর বয়সে প্রিয় অভিনেতার মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

‘বিবিসি’র সংবাদ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নিখোঁজ ছিলেন এ অভিনেতা। এ খবর সংবাদমাধ্যমে জানিয়েছেন অভিনেতার চাচা। কোল ব্রিংস প্লেন্টির নিথর দেহ জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।লরেন্স পুলিশ কোল ব্রিংস প্লেন্টির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং শেষবারের মতো তাকে ৩১ মার্চ দেখা যায়। জানা গেছে, একজন নারী অ্যালার্ম বাজানোর সঙ্গে সঙ্গে প্রাণপণে ছুটে চলে পালায় এ অভিনেতা।

দীর্ঘদিন ধরে তার খোঁজেই ছিল পুলিশ। এমনটাও জানানো হয়েছিল তাকে কেউ কোথায় দেখতে পেলে যেন পুলিশে খবর দেয়। তবে এবার প্রকাশ্যে এল কোল ব্রিংস প্লেন্টির মৃত্যুর সংবাদ।সোশ্যাল মিডিয়ায় অভিনেতার চাচা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রয়াত অভিনেতার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল বলে জানা গেছে।