বিনোদন ডেস্ক:
বছরের শুরুতেই অবসরের পরিকল্পনা নিয়ে মুখ খুলে আলোচনায় আসেন স্পাইডারম্যানখ্যাত অভিনেতা টম হল্যান্ড। এরপরই বছরের প্রথম ৭ দিন না যেতেই গুঞ্জন উঠল জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেন্ডেয়া সঙ্গে বাগদান সেড়েছেন তিনি।
রোববার (৫ জানুয়ারি) গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে ‘চ্যালেঞ্জার্স’ সিনেমার প্রধান ভূমিকার শিল্পী হিসেবে রেড কার্পেটে হাঁটেন জেন্ডেয়া। সেখানে তার বাম হাতের অনামিকা আঙুলে বড় হীরা খচিত আংটি দেখা যায়। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, বাগদান সেরেছেন ‘চ্যালেঞ্জার্স’খ্যাত অভিনেত্রী জেন্ডেয়া ও স্পাইডারম্যানখ্যাত টম হল্যান্ড!
তাদের বাগদান নিয়ে খবর প্রকাশ করেছে নিউ ইয়ার্ক পোস্ট ও সেলিব্রেটি নিউজ সাইট টিএমজেড।
জানা যায়, জেন্ডেয়ার বাড়িতেই ঘনিষ্টজনদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। স্ক্রিসমাস থেকে নিউ ইয়ারের মধ্যে কোনো একদিন টম বিয়ের জন্য প্রপোজ করে জেন্ডেয়াকে।
২০১৭ সালে মার্ভেল স্টুডিও-র সিনেমা ‘স্পাইডারম্যান- হোমকামিং’ সিনেমায় কাজ করার সময় টম-জেন্ডেয়ার বন্ধুত্ব শুরু হয়। ধারণা করা হয়, সিনেমার কাজ চলাকালেই তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়ে, যদিও, তারা নিজেদের খুব ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিতেন।
পরবর্তীতে ২০২১ সালে তাদের ঘনিষ্ট কিছু মুহূর্তের ছবি সামনে আসে। তখন থেকেই সকলে প্রায় নিশ্চিত হয়ে যায় তাদের সম্পর্কের ব্যাপারে। অবশ্য সে বছরের সেপ্টেম্বরেই ইন্সটাগ্রামে তারা সম্পর্কের কথা স্বীকার করে।