প্রত্যাবর্তনের গল্প লিখতে মরিয়া রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

অস্বস্তি-অস্থিরতা সবকিছুই একসঙ্গে ধরা দিয়েছে রিয়াল শিবিরে। লা লিগার শিরোপা হাতছাড়া হওয়ার শঙ্কার পাশাপাশি দলটির যতভয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে আর্সেনালের ঘরের মাঠে ৩-০ গোলের বিধ্বস্ত হওয়ার পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা । তবে জয়ের যে ক্ষীণ সম্ভাবনা আছে, সেটাকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে চায় বতর্মান চ্যাম্পিয়নরা।

নামার আলাভেসের এমবাপ্পে-ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে মঙ্গলবার রাতে সফরকারী লেভারপুলের বিপক্ষে মাঠে নামছে কার্লো আনচেলত্তির দল। কিছুদিন ধরে টানা ম্যাচ খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন রিয়াল বস আনচেলত্তি। দ্য গানসদের বিপক্ষে মাঠে আগে আজ রাতে লা লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন ভিনিসিয়ুসরা। স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে ম্যাচটি থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিতে হবে লস ব্লাঙ্কোসদের। তবে চ্যাম্পিয়নদের এখন একমাত্র লক্ষ্য আর্সেনাল বধ। আলাভেসের বিপক্ষে ম্যাচের ৭২ ঘণ্টার মধ্যে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে। ৭২ ঘণ্টার মধ্যে বড়-বড় দুটি ম্যাচ খেলা, যা খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য, সেসঙ্গে ভ্রমণক্লান্তি তো আছেই। যার কারণ রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে লা লিগার কাছে আবেদন করা হয়, যাতে আলভেজের বিপক্ষে ম্যাচটির সময় একদিন এগিয়ে শনিবার রাতে (গতকাল রাতে) দেওয়া হয়। তাতে বড় ম্যাচের আগে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম এবং রিকভারি করতে এক দিন বেশি সময় পাবেন। তবে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। নিজেদের লিগ কর্তৃপক্ষ থেকে আশানুরূপ ফল না পেয়ে খেলোয়াড়দের মনোবল বাড়াতে এবং আত্মবিশ্বাস জোগাতে খোদ পেরেজ দেখা করেন খেলোয়াড়দের সঙ্গে। রিয়াল সংশ্লিষ্টদের সবার একটাই চাওয়া, যেভাবে হোক বার্নাব্যুতে আর্সেনালদের বিপক্ষে বড় জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করা। যদিও চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে তিন গোলের ব্যবধানে জয় পাওয়ার পর দ্বিতীয় লেগে কখনো হারের মুখ দেখিনি আর্সেনাল।

তবে ম্যাচটি যেহেতু সান্তিয়াগো বার্নাব্যুতে, যার কারণে ক্ষীণ আশায় বুক বাঁধছেন রিয়াল সমর্থকরা। কেননা অতীতে একাধিকবার পিছিয়ে পড়েও বার্নাব্যুতে প্রত্যাবর্তনের গল্প লিখেছে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফলতম ক্লাবটি। তবে ইনজুরিতে জড়িত এই রিয়াল নিজেদের নামের সুবিচার করতে পারবে কি না, সেটা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। সেসঙ্গে গেল আসরের মাদ্রিস্তাদের চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র হারিয়ে খুঁজছেন নিজেকে। প্রথম লেগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে একটিও গোলের সুযোগ এবং গোল বারে শর্ট নিতে পারেনি, যা বড় ম্যাচে স্বাগতিদের মাথা ব্যথার বড় কারণ।

অন্যদিকে আত্মবিশ্বাসী আর্সেনালও রয়েছে দুর্দান্ত ছন্দে। তবে মাঠে সফরকারীদের চাপে রাখতে গ্যালারি থাকা দর্শকদের নিজেদের অবস্থান থেকে দলকে সর্বোচ্চ সমর্থক দেওয়া কথা বলা হয়েছে। এছাড়াও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে, আর্সেনালের বিপক্ষে ম্যাচে আগে সামাজিক যোগাযোগ ম্যাচে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশের পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ, যা খেলোয়াড় এবং সমর্থকদের অনুপ্রাণিত করবে।