প্রথমার্ধে শক্তিশালী ফিলিস্তিনকে আটকে রাখলো বাংলাদেশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক
ম্যাচের ৪৪ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি এসেছিল বাংলাদেশের সামনে। জামাল ভূঁইয়ার বাড়ানো বল ধরে বল বক্সে যখন ধরেন ফয়সাল আহমেদ ফাহিম তখন তার সামনে একা ফিলিস্তিনের গোলরক্ষক। গোল করতে পারেননি ফাহিম।
তারপরও গোল না খেয়ে প্রথমার্ধ শেষ করার স্বস্তি বাংলাদেশের। গত ২১ মার্চ কুয়েতে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচটি হেরেছিল ৫-০ ব্যবধান
আজ ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বারদুয়েক ফিলিস্তিনের রক্ষণে চির ধরাতে পেরেছিল বাংলাদেশ। শেষ সুযোগটিই ছিল সবচেয়ে সহজ। ফিলিস্তিন তিনটি সুযোগ পেয়ে গোল করতে পারেনি। মিতুল মারমা এ ম্যাচেও ভালো গোলকিপিং করেছেন।
কুয়েতের বিপক্ষে খেলা একাদশেন দুটি পরিবর্তন এনে বাংলাদেশ খেলছে ঘরের মাঠে।
মিতুল মারমা, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, শাকিল হোসেন, সাদ উদ্দিন, মো. হৃদয়, মজিবর রহমান জনি, সোহেল রানা, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।