প্রথম ধাপের খসড়ায় ৮৫৮ নিহত ও সাড়ে ১১ হাজার আহতের নাম

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকার প্রথম ধাপের খসড়া চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে সে তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়ায় নিহত ৮৫৮ ও আহত হিসেবে ১১ হাজার ৫৫১ জনের নাম এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।