প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। সোমবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাবৈঠক করবেন। বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ছাত্র ও গণ–আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠিত হয়েছে।