প্রবাসী কল্যাণের সামনে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিক্ষোভ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
প্রবাসী কল্যাণের সামনে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিক্ষোভরোববার (২৯ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন মালয়েশিয়া গমনেচ্ছুরা।
কর্মীরা বলছেন, রিক্রুটিং এজেন্সিগুলোকে ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত দিয়েও তারা মালয়েশিয়ায় যেতে পারেননি। এরপর থেকে মালয়েশিয়া সরকার মনোনীত ১০০টির মতো রিক্রুটিং এজেন্সি তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না। অনেকেই অফিস বন্ধ করে লাপাত্তা। তাদের দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিয়ে ঘোরাচ্ছে কেউ কেউ। কেউ আবার নামমাত্র টাকা দিয়ে সমস্যার সমাধানে চাপ দিচ্ছে।
কর্মীরা জানান, তারা ধার-দেনা করে মালয়েশিয়া যাওয়ার জন্য বড় অঙ্কের খরচের টাকা জোগাড় করেছিলেন। ধারের টাকা শোধ করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন। এ পরিস্থিতিতে দোষী এজেন্সিগুলো থেকে তাদের টাকা ও পাসপোর্ট উদ্ধার কিংবা তাদের দ্রুত মালয়েশিয়ায় পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা চান।
চলতি বছরের মে মাসে অনিয়মের দায়ে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসেবে ওই সময়ে সব প্রক্রিয়া শেষ করেও ১০০টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট প্রায় ১৮ হাজার কর্মীকে পাঠাতে পারেনি।