প্রবাসী বাংলাদেশিদের নতুন অধ্যায়: আন্তঃজাতীয়তার যুগে সম্পৃক্ততা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ডেস্ক রিপোর্ট”
বিশ্ব এখন এক অভিন্ন গ্রামে পরিণত হয়েছে, যেখানে আন্তঃজাতীয়তার চাহিদা অপরিসীম। এই প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্ব আরও বেড়ে গেছে। তাদের সম্পৃক্ততা দেশ ও জাতির উন্নয়নে অভিনব ভূমিকা পালন করতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) আয়োজন করেছে ‘আন্তঃজাতীয়তার যুগে প্রবাসীদের সম্পৃক্তকরণ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান।গত ৩ এপ্রিল পার্ক হায়াত হোটেলে অনুষ্ঠিত এ সভা প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক সম্প্রদায়ে ভূমিকা নিয়ে গভীর আলোচনা করার সুযোগ তৈরি করেছে।
বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী এবং নবনিযুক্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। তারা প্রবাসীদের অবদানের গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনার ওপর আলোকপাত করেন। অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী বর্তমান অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাফল্য তুলে ধরেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন প্রবাসীদের অবদান এবং তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, প্রবাসীদের সহযোগিতা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন পেশার সফল বাংলাদেশি উদ্যোক্তা ও সংগঠনের নেতারা। ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ বিষয়ক পরিচালক তানভীর শহীদ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সংযোগ স্থাপন, অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক শিক্ষা নিয়ে আলোচনা করেন।
এবিবিসির উদ্যোগে অনুষ্ঠিত এ সভা প্রবাসী বাংলাদেশিদের মাতৃভূমির প্রতি আনুগত্য এবং সহযোগিতার সুযোগ তৈরি করেছে। আশা প্রকাশ করা হয়েছে, এটি বাংলাদেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সমাপনী বক্তব্যে এবিবিসি চেয়ারপারসন ফয়েজ দেওয়ান সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এবিবিসি প্রায় দুই দশক ধরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে কাজ করছে এবং ভবিষ্যতে আরও গঠনমূলক কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।