কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার মিরপুর গোবিন্দপুর হাইওয়ে এলাকা থেকে ৫০ এমএলের ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া (৪৭) ব্যাটালিয়ন। এসব এলএসডির মূল্য প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর হাইওয়ে রোড এলাকা এলএসডির বোতলগুলো উদ্ধার করে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে এলএসডির একটি চালান রাজশাহী আসছে। এমন খবরে বুধবার বেলা আড়াই টার দিকে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে সড়কে অবস্থান নেয়। এ সময় পিরোজপুর হতে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ বোতল (৫০ এমএল) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত এলএসডি’র আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা। রাতে এ ঘটনায় বিধি অনুযায়ী মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার করা হয়েছে।