
ক্রীড়া ডেস্ক :
সময়টা বেশ দারুণই কাটছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহার। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওলভারহ্যাম্পটনের হয়ে চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। দলের অবস্থান খুব একটা দারুণ না হলেও কুনহা ছুটছেন দুর্দান্ত বেগে। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নিজের পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডচলতি মৌসুমের আগেও নিজেকে অনেকটা হারিয়ে খুঁজছিলেন কুনহা। ক্লাব উলভসের পক্ষ থেকেই পাঠানো হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদে ধারে খেলতে। সেখানেও খুব বেশি ছন্দে ছিলেন বলা চলে না। তবে ধারের মেয়াদ শেষে প্রিমিয়ার লিগে ফিরতেই নিজের সম্ভাবনার পুরোটা ঢেলে দিলেন কুনহা। প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে করেছেন ১৫ গোল। নামের পাশে আছে ৬ অ্যাসিস্ট।
সবশেষ গোল পেয়েছেন গতকাল লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে। আর সেটাই তাকে বসিয়েছে রেকর্ডবুকের শীর্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় এখন কুনহার নাম। লিভারপুলে রবার্তো ফিরমিনো এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি এক মৌসুমে করেছিলেন ১৫ গোল। কুনহার সামনে সুযোগ আছে এই রেকর্ড এককভাবে নিজের করে নেয়ার। যদিও দল হিসেবে উলভস একেবারেই ছন্দে নেই। কয়েক বছর আগেও ইউরোপিয়ান ফুটবল নিয়মিত দলটা বর্তমানে আছে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে। লেস্টারের বিপক্ষে জয়ের পর লিগে ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪১। নিজেদের বাকি থাকা ৪ ম্যাচের সবকটা জিতলেও কোনো ইউরোপিয়ান ফুটবলে অন্তত তাদের দেখা যাবে না।
ঠিক সে কারণেই হয়ত উলভস ছেড়ে যেতে আগ্রহী কুনহা। আর তাকে দলবদলের বাজারে পেতে মরিয়া হয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভসে খেলা এই স্ট্রাইকারের জন্য ৬২ মিলিয়ন পাউন্ডের বেশি ঢালতেও রাজি ২০ বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার একেবারেই কাছাকাছি চলে গিয়েছেন ম্যাথিয়াস কুনহা।