প্রেম-ভালোবাসা-বিয়েতে বিশ্বাস করেন না অহনা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এখন আর প্রেম বা ভালোবাসা বিশ্বাস করেন না। ফলে বিয়ের কোনো পরিকল্পনাও নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত, প্রেমজীবন ও প্রাক্তনকে নিয়ে কথাপ্রসঙ্গে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

২০২৪ সালকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেছেন ছোট পর্দার এ অভিনেত্রী। বিশেষ করে নিজের ব্যক্তিজীবন নিয়ে নানা বিরূপ অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি। এরপর থেকে অভিনেত্রীর মুখ থেকে প্রায়ই শোনা গেছে প্রেম-ভালোবাসা নিয়ে ভয়-ভীতির কথা।

জীবনের সবটা দিয়ে যাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলেন অভিনেত্রী, সেই মানুষটিই তাকে ঠকিয়েছেন। একবার সুযোগও দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের তাকে ঠকানো হয় বলেও দাবি করেন অহনা।

সাক্ষাৎকারে যখন অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠে, তখন মজার ছলেই নানান উত্তর দেন অভিনেত্রী। তবে বিয়ে যে সহসাই করছেন না, তা নিয়ে অকপট ছিলেন অভিনেত্রী।

তাও বিয়ে কবে করছেন, এ প্রসঙ্গে অহনা বলেন, ‘সালমান খান মনে হয় নিজেকে। আর আমার বিয়ে নিয়ে সাংবাদিকদেরই চিন্তা বেশি। আমি বলেছি, আমি তো বুড়া হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি। আরেকটু বুড়া হইতে দেন।’

অভিনেত্রী বলেন, ‘আমার এখন বিয়ে করার মতো মন নেই, তাই বিয়ে করছি না।’ কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘বিয়ের ওপরে আমার একটা ভয় কাজ করে, একটা ট্রমা কাজ করে। আমি যেই মানুষটাকে ভালোবাসছি, ওই মানুষটার সঙ্গেই যদি থাকতে না পারি, তাহলে আমি বিয়ের নাম দিয়ে আরেকটা মানুষের সঙ্গে থাকতে পারব- এটাই কে জানে। শুধুমাত্র বাচ্চা নেওয়াটার জন্যই বিয়েটা করা।’

সবশেষ অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ে না করাটাতেই পক্ষপাতি। বাকিটা আমি এখনও জানি না। মানে বিয়ে, প্রেম, ভালোবাসা- সবকিছু থেকে মন উঠে গেছে।’