ক্রীড়া ডেস্ক:
নারী সাফ জিতে দেশে ফেরা সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা ভাসছেন অভিনন্দনে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তিন ঘণ্টা রাজধানী পরিভ্রমণ করে সন্ধ্যায় পৌঁছেন বাফুফেতে। সবার মধ্যেই আছে ক্লান্তির ছাপ। তাই শুক্রবার বিশ্রামেই কাটিয়েছে বাংলাদেশ নারী দল।
বাফুফে ভবনে গিয়ে দেখা যায় নীরবতা। আগের দিনের মতো কোনো উন্মাদনা নেই। উপস্থিত সংবাদ মাধ্যমকর্মীদের অনুরোধে কথা বলতে আসেন সাবিনা। টানা দু’বার সাফ জেতার পর বাংলাদেশ অধিনায়কের চাওয়া অনেক বড় উপহার।
আজ অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় গেছেন মেয়েরা। সেখানে প্রধান উপদেষ্টার কাছে প্লট বা ফ্ল্যাট চাইবেন বলে গতকাল জানান সাবিনা।
তিনি বলেন, ‘মেয়েরা খুবই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। কিছু দিন আগে যে বন্যা হয়েছে, সেখানে অনেকের বাসায় পানি উঠেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের পরিবারের মানুষ যখন বাড়ি থেকে ঢাকায় আসেন, তখন সত্যি বলতে তাদের থাকার কোনো জায়গা থাকে না। আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, যেন মেয়েদের কোনো প্লট বা ফ্ল্যাট দিতে পারেন। সেটাই মেয়েদের জন্য সবচেয়ে বড় উপহার হবে।’