প্লাস্টিক সার্জারির কারণে মারা গেলেন আর্জেন্টিনার সাবেক সুন্দরী জ্যাকুলিন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক :
প্লাস্টিক সার্জারির কারণে মারা গেলেন আর্জেন্টিনার সাবেক সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় মারা যান জ্যাকুলিন। অভিনেত্রীর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন রক্ত জমাট বেঁধেছিল। ফলে জটিলতা দেখা দেয়। যা শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনে তার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জ্যাকুলিনের মৃত্যুর সময় তার পাশে সন্তান ক্লো এবং জুলিয়ান ছিলেন।
এছাড়া, জাকুলিনের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, আজ আমরা আমাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃখের খবর জানাচ্ছি যে―জ্যাকুলিন ক্যারিরি মারা গেছেন। যিনি ১৯৯৬ সালে পুন্টাদেল আগুয়া জেলার কুইন এবং ডিপার্টমেন্টাল রাজপ্রতিনিধি ছিলেন। এই কঠিন মুহূর্তে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।