
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গোডাউন ও গেঞ্জির কাপড়ের ছাপাখানা সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় হযরত শাহের মাজারসংলগ্ন হৃদয় আহমেদের মালিকানাধীন গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার সময় হঠাৎ হৃদয় আহমেদের জুট গোডাউন থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ ছুটে এসে গোডাউনের চারদিকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন আরও বেড়ে পাশের এমরান মিয়ার গেঞ্জির কাপড় ছাপাখানায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আসে দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।