ফরিদপুরের শিক্ষক সুধীর চন্দ্র ঘোষের মৃত্যু

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের প্রবীণ শিক্ষক সুধীর চন্দ্র ঘোষ মারা গেছেন। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সুধীর চন্দ্র ঘোষ ১৯৬৩ সালে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালে অবসর গ্রহণ করেন। এরপর তিনি একই প্রতিষ্ঠানে ২০০৯ সাল পর্যন্ত খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার গ্রামের বাড়ি ফরিদপুরে খলিলপুর এলাকায়। তিনি দুই ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষক সুধীর চন্দ্র ঘোষের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার ছাত্র ও দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।