ফরিদপুরে পুকুরে ভাসছিল যুবকের লাশ

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরের কানাইপুরের পুকুর থেকে সুজন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃগী গ্রামে অবস্থিত জেলা পরিষদের পুকুর থেকে শুক্রবার দুপুর দেড়টার দিকে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

ওই যুবক মৃগী গ্রামের সিরিষ মণ্ডলের ছেলে। পরিবার থেকে জানানো হয়, সে সকালে পুকুর ঘাটে বসে ব্রাশ করছিল।

সুজনকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করে। দুপুরে প্রতিবেশী রনজিৎ মজুমদার গোসল করতে এসে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় এবং প্রতিবেশিদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।