![ফরিদপুরে যুব অনূর্ধ্ব ১৮ কাবাডি প্রতিযোগিতা শুরু](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/53-5.webp)
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে যুব অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল এবং সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিন মধুমতি জোনের অধীনে ৮টি জেলার বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা, রাজবাড়ি এবং নারায়ণগঞ্জ। মোট ১৬টি দল এতে অংশগ্রহণ করেছে।
এই প্রতিযোগিতা থেকে ৮টি বিভাগ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল নির্বাচিত হবে, যারা ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় চূড়ান্ত খেলায় অংশ নিবে। খেলা পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মো. মাসুদুর রহমান চুন্নু।