ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
জেলা সিভিল সার্জন ডা. সাজেদা পলিন জানান, ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আজ জেলার হাসপাতাল গুলোতে মোট ৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত ২ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জনের উদ্যোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. সাজেদা বেগম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম উদ্বোধন করেন।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে ডাক্তার, নার্সসহ আগতদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে হাসপাতালের ডেঙ্গু কর্নারসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়।