ফাঁসির দণ্ড পাওয়া রাজাকার ও সাবেক এমপি খালেক মণ্ডলের মৃত্যু

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

সাতক্ষীরা প্রতিনিধি:

যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি ও সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডল মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়। সম্প্রতি একটি মামলায় সাতক্ষীরা আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, সাতক্ষীরা আদালতে বেশ কয়েকটি মামলা থাকায় কয়েক মাস আগে খালেক মণ্ডলকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। এখানে থাকা অবস্থায় ৭ জুলাই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তখন তাকে সদর হাসপাতাল এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

আব্দুল খালেক সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের মৃত চান মণ্ডলের ছেলে। তিনি ২০০১ সালে সদর আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। সেই সময় তিনি জেলা জামায়াতের আমির ছিলেন।