ফাইনালের পথে বার্সার শক্ত প্রতিপক্ষ, রিয়ালের সামনে সহজ মিশন

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

বড় দিন আর নতুন বছরের শুরুতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে ছুটির মৌসুম। ইংল্যান্ড ব্যতীত শীর্ষ ৫ লিগে বন্ধ আছে ফুটবলের আয়োজন। তবে জানুয়ারির ২য় সপ্তাহেই ফের শুরু হবে ক্লাব ফুটবলের ব্যস্ততা। স্পেন এবং ইতালিতে যার শুরুটা হবে সুপার কাপের ম্যাচ দিয়ে। সাধারণ নিয়মে লা লিগা চ্যাম্পিয়ন ও কোপা ডেল রে চ্যাম্পিয়নের মাঝেই হতো স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। কিন্তু ২০১৯ সালে এর গঠনগত পরিবর্তন আসে। দুই দল থেকে বাড়িয়ে এটিকে চার দলের টুর্নামেন্ট করা হয়। এখন লা লিগার চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি কোপা ডেল রের দুই ফাইনালিস্ট অংশ নেয় সুপার কাপে।

এই নিয়মে যদি একই দল লা লিগায় শীর্ষ দুইয়ে থাকার পাশাপাশি কোপার ফাইনালেও খেলে, তাহলে ফাঁকা স্থানটি পূর্ণ করবে লিগের শীর্ষ দুইয়ের পরে থাকা সুপার কাপে বেশি খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ ক্লাবটি।

তবে এসব জটিলতায় যেতে হয়নি এবারে। সুপার কাপের অলিখিত সেমিফাইনালে লিগ রানারআপ বার্সেলোনা খেলবে গত আসরের কোপা ডেল রের চ্যাম্পিয়ন অ্যাতলেটিক বিলবাও-এর বিপক্ষে। অন্যদিকে লা লিগা জেতা রিয়াল মাদ্রিদ পাচ্ছে কোপা ডেল রে রানারআপ ওসাসুনাকে। প্রতিপক্ষ বিবেচনায় বেশ খানিকটা সুবিধাই পাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

সৌদি আরবে হবে এবারের স্প্যানিশ সুপার কোপার ম্যাচ। ৯ তারিখ রাত ১টায় বার্সেলোনা খেলবে বিলবাও-এর বিপক্ষে। আর ১০ তারিখ রাত ১ টায় খেলবে রিয়াল মাদ্রিদ ও ওসাসুনা। ফাইনাল হবে ১২ তারিখ।