ফাইনালের লক্ষ্যে কুয়েতের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩

ক্রীড়া ডেস্ক :

প্রায় দেড় যুগ পর সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের। সেই লক্ষ্যে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হয়েছে জামাল ভূঁইয়ারা।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এবং র্যাঙ্কিংয়ের বিচারে কুয়েতের ধারেকাছে নেই বাংলাদেশ দল। এরপরও সেমির লড়াইয়ে আত্মবিশ্বাসী হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের একদাশে একটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ।

ইনজুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচেব ভুটানের বিপক্ষে খেলতে না পারা তারিক কাজীকে এই ম্যাচের একাদশে রেখেছেন ক্যাবরেরা। ফলে মূল একাদশ থেকে বাদ পড়েছেন রহমত মিয়া। এবারের টুর্নামেন্টে অপ্রত্যাশিতভাবে চমক দেখিয়েছেন শেখ মোরসালিন। তাই সেমির লড়াইয়ে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে রাখা হয়েছে শুরুর একাদশে।

কুয়েতের বিপক্ষে বাংলাদেশের একাদশ :

আনিসুর রহমান জিকো (গোলকিপার), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, সোহেল রানা, মোঃ হৃদয়, সোহেল রানা (সিনিয়র), জামাল ভূইয়া (অধিনায়ক), শেখ মোরসালিন ও রাকিব হোসেন।