ফাইনালে বরিশালের দুশ্চিন্তার কারণ ‘অপয়া’ তাওহীদ হৃদয়
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক :
চিটাগং কিংসের বিপক্ষে দেখা গেল সেই চেনা তাওহীদ হৃদয়কে। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিং। চোখ জুড়িয়ে দেয়া সব শট। ৮২ রানের ইনিংস খেলে ফরচুন বরিশালকে ফাইনালে তুলেছেন সত্য। সেইসঙ্গে খানিক দুশ্চিন্তাও কি দলের জন্য নিয়ে এলেন তাওহীদ হৃদয়। বিপিএল ফাইনালের সঙ্গে হৃদয়ের অতীতটা যে ফরচুন বরিশালের জন্য স্বস্তির না– সেটা হয়ত মেনে নিতে হবে নিতান্ত অনিচ্ছাতেও।
চিটাগং কিংসের বিপক্ষে দেখা গেল সেই চেনা তাওহীদ হৃদয়কে। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিং। চোখ জুড়িয়ে দেয়া সব শট। ৮২ রানের ইনিংস খেলে ফরচুন বরিশালকে ফাইনালে তুলেছেন সত্য। সেইসঙ্গে খানিক দুশ্চিন্তাও কি দলের জন্য নিয়ে এলেন তাওহীদ হৃদয়। বিপিএল ফাইনালের সঙ্গে হৃদয়ের অতীতটা যে ফরচুন বরিশালের জন্য স্বস্তির না– সেটা হয়ত মেনে নিতে হবে নিতান্ত অনিচ্ছাতেও।
টানা দুইবার কুমিল্লার কাছে ফাইনাল হারের পর ২০২৪ সালে কুমিল্লাতেই নাম লেখান হৃদয়। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ছিল তার ৬৪ রানের ঝকঝকে এক ইনিংস। কিন্তু ফাইনালের বড় মঞ্চে ফের ব্যর্থ তিনি। বরিশালের বিপক্ষে করলেন মোটে ১৫। আর ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ফরচুন বরিশাল ম্যাচ জিতে নেয় ৬ উইকেট হাতে রেখে।
যার অর্থটা সহজ। বিপিএলের সবশেষ ৩ আসরেই ফাইনাল খেলেছেন হৃদয়। কিন্তু কোনোবারেই শিরোপায় হাত রাখা হয়নি তার। গতকাল সোমবার ২০২৫ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে খেলেছেন ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস। নিশ্চিত করেছেন নিজের টানা চতুর্থ ফাইনাল। যে দলের হয়ে প্রথম বিপিএল ফাইনাল খেলার স্বাদ পেয়েছিলেন, তিন বছর পর সেই বরিশালের জার্সিতেই ফের ফাইনালে তিনি
প্রথম কোয়ালিফাইয়ারে দারুণ পারফরম্যান্সের পর হৃদয় ফেসবুকে লিখেছেন, পুরো টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তার প্রতি। সেটার প্রতিদান একেবারে শেষ সময়ে ঠিকই দিয়েছেন জাতীয় দলের নিয়মিত এই মুখ। কিন্তু, পরের ম্যাচটা আরও বড়। হৃদয়ের দুর্ভাগ্যের শিকে ছিড়বে তো এবারে? নাকি নিজের ‘অপয়া’ ভাগ্যের কারণে বরিশালকেও করবেন শিরোপাবঞ্চিত?