ফাপার কংগ্রেসে ইশিদাতে অ্যাওয়ার্ড পেলেন শাহরিয়ার জাহেদী

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সিউলে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এশীয় ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের (ফাপা) ৩০তম কংগ্রেসে বাংলাদেশের নাসের শাহরিয়ার জাহেদীকে শিল্প ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল মার্কেটিং খাতে অসামান্য অবদানের জন্য সম্মানজনক ইশিদাতে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। পুরস্কারের প্রশংসাপত্রে বলা হয়, এশিয়ায় ফার্মেসি পেশার উন্নয়নে জাহেদীর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

ফাপার প্রেসিডেন্ট ড. ইয়োলান্ডা রব্লেস কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে জাহেদীর হাতে এই পুরস্কার তুলে দেন। কংগ্রেসে উপস্থিত কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী, কোরিয়ান এফডিএর মহাপরিচালক এবং ২৪টি এশীয় দেশের দুই হাজারেরও বেশি গণ্যমান্য ব্যক্তি ও প্রতিনিধি উপস্থিতির মধ্যেই এই পুরস্কার গ্রহণ করা জাহেদীর জন্য এক গর্বের মুহূর্ত।
এই স্বীকৃতি জাহেদীর কঠোর পরিশ্রম ও ফার্মাসিউটিক্যাল খাতে তার অসাধারণ অবদানের সাক্ষ্য বহন করে, যা শিল্পের অন্যান্যদের জন্যও উৎকর্ষ সাধনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে প্রশংসাপত্রে উল্লেখ করা হয়।

এ বছর ফাপা তার ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩০তম কংগ্রেস উদযাপন করছে। উল্লেখ্য, নাসের শাহরিয়ার জাহেদী আন্তর্জাতিক কোনো পেশাগত ফেডারেশন থেকে এমন সম্মান অর্জনকারী প্রথম বাংলাদেশি ফার্মাসিস্ট।