ফারুক খানের ফেসবুক পোস্টটি কারাগার থেকে দেওয়া সম্ভব নয়: কারা কর্তৃপক্ষ
নিজেস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের ফেসবুক পোস্টটি কারাগার থেকে দেওয়া সম্ভব নয়। সোমবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে এমন দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
ওই বিবৃতিতে বলা হয়, সোমবার ঋধৎঁশ কযধহ নামের একটি ফেসবুক আইডির এক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্ট কারাগারে থাকা সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের বলে প্রচার করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে- কারাগারে থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। ফারুক খান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দী রয়েছেন। কারাগারে আটক কোনো বন্দীর পক্ষে সেখানে ফেসবুক চালানো সম্ভব নয়।
বিবৃতিতে আরও বলা হয়, তবে ঋধৎঁশ কযধহ নামের ওই ফেসবুক আইডিটি তার কোনো স্বজন বা কারাগারের বাইরে থাকা অন্য কেউ পরিচালনা করছে কি না, সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানানো হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ঋধৎঁশ কযধহ নামের যে ফেসবুক পোস্টের কথা কারা কর্তৃপক্ষ উল্লেখ করেছে, সেটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বলে স্ত্রিনশটে দেখা যাচ্ছে। ওই পোস্টে লেখা হয়, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলব শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
গত ১৪ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করে র্যাব। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ অন্যান্য অপরাধের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়েছে।