ফার্মগেটে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেলের দুই আরোহী আহত

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন- মো. এমদাদুল হক খান (৫৬) ও মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তাদের মধ্যে এমদাদুল হক খান জয়েন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে ও নাজমুস শাহাদাত প্রতীক ইঞ্জিনিয়ার হিসেবে সামিট গ্রুপে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানা,  আজ শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপার মার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। আহত একজনের মাথা থেকে রক্তপাত হয়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, ফার্মগেট ফার্মভিউ মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

আহত ইমদাদুল হক নিউজ পোস্টকে বলেন, আমরা দুজন কারওয়ান বাজারে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে পৌঁছালে রাস্তায় বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমরা শরীরে স্প্রিন্টারবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হই। পরে আশপাশের পথচারীরা আমাদের উদ্ধার করে প্রথমে আল-রাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢামেকে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে প্রতীকের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।