ফিলিস্তিনপন্থী নেতাকে গ্রেপ্তার করলো ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) শনিবার (৮ মার্চ) ফিলিস্তিনি স্নাতক এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। গত বছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। খবর আল জাজিরার।

কলম্বিয়ার ছাত্র শ্রমিক ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার মাহমুদ খলিল নামের ওই ছাত্রকে তার বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, খলিলের স্ত্রী মার্কিন নাগরিক এবং তার গ্রিন কার্ড আছে। রোববার খলিলকে বন্দীশালায় রাখা হয়েছে।তবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি খলিলের স্ত্রী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খলিল ফিলিস্তিনি বংশোদ্ভূত আলজেরিয়ার নাগরিক। খলিলের আইনজীবী অ্যামি গ্রিয়ার বার্তা সংস্থা এপিকে বলেছেন, গ্রেপ্তার সময় তিনি আইসিই’র একজন এজেন্টের সঙ্গে কথা বলেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, তারা স্টেট ডিপার্টমেন্টের নির্দেশে কাজ করছেন খলিলের ভিসা বাতিলের জন্য।

খলিল কোনো অপরাধ করেছেন কিনা- এটি খলিলের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইসিই’র কর্মকর্তারা। গ্রেপ্তারের পর থেকে খলিলকে নিউ জার্সির এলিজাবেথে অভিবাসন বন্দিশিবিরে রাখা হয়েছে।

অ্যামি গ্রিয়ার বলেছেন, খলিলকে কেন আটক করা হলো- এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারিনি।

গাজায় যুদ্ধ বন্ধে ও ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা থামাতে গত বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। বিক্ষোভে শত শত শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করেছে।

তবে গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই হুঁশিয়ারি দিয়েছেন যে যারা হামাস ও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন তাদের ভিসা বাতিল করে ফেরত পাঠাবেন।