ফিলিস্তিনের পক্ষে লেখায় ‘লাইক’ দেওয়ায় স্কুলশিক্ষককে চাকরিচ্যুত
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষের একটি পোস্টে ‘লাইক’ দেওয়ায় পারভিন শেখ নামে ভারতের এক স্কুলশিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।পারভিন শেখ দেশটির মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। খবর এনডিটিভির।
পারভিন শেখের বিরুদ্ধে অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হামাসপন্থী’, ‘ইসলামপন্থী’ ও ‘হিন্দুত্ববিরোধী’ লেখার প্রতি সমর্থন জানিয়েছেন।
সোমাইয়া স্কুল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে পারভিন শেখের কর্মকাণ্ড ‘স্পষ্টভাবে আমাদের লালিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ’ নয়। সুতরাং ‘গভীর উদ্বেগ’ ও ‘সতর্ক বিবেচনার’ পর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পারভিন শেখ ১২ বছর ধরে সোমাইয়া স্কুলে চাকরি করে আসছিলেন। ৭ বছর আগে তিনি স্কুলটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।লিংকডইনে পারভিনের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ৩০ বছর ধরে শিক্ষকতা করছেন।