ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

ফেনী প্রতিনিধি:

 

ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির প্রাণ গেছে। শনিবার ভোররাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বিষ্যটি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।

লিটন (৪২) নামে ওই ব্যক্তির বাড়ি বালিগাঁও গ্রামে।

স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের এক বাড়িতে ভোরে চুরি করতে তিনজন প্রবেশ করে। একপর্যায়ে বাড়ির লোকজন টের পেয়ে গেলে দুজন পালিয়ে যায়, ধরা পড়েন লিটন। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান।

ওসি মোহাম্মদ শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, বছর তিনেক আগেও একবার লিটন চুরি করতে গিয়ে ধরা পড়েন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।