ফেনীতে রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ফেনী প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাখ্যান ও তার অপসারণের দাবি করেন।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এ আয়োজন করা হয়। মিছিলটি ফেনী পৌরসভা থেকে বের হয়ে শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ করে বড় মসজিদ হয়ে শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘ধরো রশি মারো টান, চুপ্পু হবে খান খান’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘ত্রিপুরা না ফেনী, ফেনী ফেনী’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন আন্দোলনকারীরা।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দুই মাসের ব্যবধানে রাষ্ট্রপতির এ দ্বিমুখী বক্তব্য ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না। খুনি হাসিনাকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। সচেতন ছাত্রসমাজ কোনো চাটুকার ও দালালের দোসরদের আর গ্রহণ করবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ বলেন, আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। রক্ত দিয়ে এ স্বাধীনতা এনেছি। কোনো অযোগ্য, চাটুকার বা দালালের দোসরদের চেয়ারে দেখতে চাই না। আমরা রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাখ্যান ও তার অপসারণের দাবি করছি।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্ট, ২০২৪ এর আদেশে প্রতিফলিত হয়েছে।